চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হবে : আইসিটি প্রতিমন্ত্রী

২৫ জুন, ২০২০ ১৫:৩০  
করোনার সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেছেন, দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় সামাজিক সচেতনতামূলক নানা উদ্যোগের উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি। উদ্যোগগুলোর মধ্যে সিংড়া উপজেলাধীন বিভিন্ন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণের নিমিত্তে ১ লক্ষ ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের অংশ হিসেবে আজ ১৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এছাড়াও দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাধ্যমিক পর্যায়ের ৪০ জন বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করেন তিনি। একইসঙ্গে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার ৩৫২ জন কৃষককে তাদের বাড়ির আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করতে আট প্রকার বীজ প্রদান করেন জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনা অব্যাহত রাখেতে সংসদ টেলিভিশনের মাধ্যমে এরইমধ্যে পাঁচ হাজার ৬২১টি ক্লাস নেয়া হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৪০ লাখ শিক্ষার্থীর জন্য ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে- যার মাধ্যমে পাঠগ্রহণ ছাড়াও শিক্ষার্থীরা থিসিস পেপার জমা দেয়ার মতো কাজ করতে পারবেন। এসময় সবজি পরিচর্যা, বেড়া ও জৈব সার বাবদ জনপ্রতি এক হাজার ৯০০ টাকা করে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। সিংড়া মেয়র মো জান্নাতুন ফৌরদোসও অনুষ্ঠানগুলোতে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।